দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী-১ আসন থেকে ১১ দলীয় জোট সমার্থিত সংসদ সদস্য প্রার্থী ডা. প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচন, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী শহরের মল্লিকা রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় জোটভুক্ত রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) পটুয়াখালী জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোঃ মনজুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাও. মোঃ আব্বাস আলী, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাও. মোঃ আবুল কাসেম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার জেলা আমির আলহাজ্ব এ্যাড. নাজমুল আহসান। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

মতবিনিময় সভায় ডা. ওহাব মিনা বলেন, পটুয়াখালী-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটের অধিকার, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করাই ১১ দলীয় জোটের মূল লক্ষ্য। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় পটুয়াখালী জেলা জামায়াতের আমির এ্যাড. নাজমুল আহসান বলেন আমিরে জামায়াতের নির্দেশ জোট থেকে যাকেই সমার্থন করবে ঐ আসনের সকল নেতা, কর্মি, সমার্থকরা দ্বিগুণ হারে কাজ করতে হবে, আমরা আমিরে জামায়াতের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ।
বক্তারা বলেন, পটুয়াখালী-১ আসনে পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং সেই পরিবর্তনের জন্য ১১ দলীয় জোটের প্রার্থী ডা. ওহাব মিনার বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতায় সাধারণ মানুষের কাছে জোটের বার্তা পৌঁছাবে।
এ সময় পটুয়াখালী জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. ওহাব মিনার এবং পটুয়াখালী-১ আসনের উন্নয়ন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 






















