ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

পানছড়ি বাজারে অটোরিকশা–ইজিবাইকের দৌরাত্ম্য, নিত্যদিনের যানজটে দুর্ভোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি: পানছড়ি বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের লাগামহীন বিস্তারে প্রতিদিনই যানজট দেখা দিচ্ছে। অনুমোদনহীন যানবাহন, অনিয়ন্ত্রিত চলাচল ও চালকদের বেপরোয়া আচরণে সড়ক ব্যবস্থাপনা অচল হয়ে পড়ছে। এতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ী সম্প্রদায়।
উপজেলা জুড়ে চলাচলরত অটোরিকশার সংখ্যা এক হাজারেরও বেশি। এর মধ্যে সমিতি ভুক্ত অনুমোদিত রয়েছে প্রায় ৭শ। বাকি যানবাহনগুলো নিয়ন্ত্রণের বাইরে থাকায় সমস্যা আরও বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, বাজার এলাকায় যানজটের কারণে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকে থাকতে হয়।
বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, চালক প্রশিক্ষণ, সড়ক নিয়ম অমান্য, যত্রতত্র পার্কিং—সব মিলিয়ে নৈরাজ্য তৈরি হয়েছে। অবিলম্বে অভিযান ও পর্যবেক্ষণ জোরদার করার দাবি জানান তিনি।
চালকদের দাবি, নির্দিষ্ট স্ট্যান্ড, রুট এবং লাইসেন্স প্রক্রিয়া সহজ হলে তারা নিয়ম মেনে চলতে পারবেন। অন্যদিকে, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের অভিযোগ—স্বল্প দূরত্বেও দেরি ও বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে থানার ওসি ফেরদৌস হাসান বলেন, শৃঙ্খলায় আনতে নিবন্ধন কঠোর করণ ও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
জনপ্রিয় সংবাদ

দুমকিতে মুন পরিবহন থেকে ৫ মণ জাটকা জব্দ

পানছড়ি বাজারে অটোরিকশা–ইজিবাইকের দৌরাত্ম্য, নিত্যদিনের যানজটে দুর্ভোগ

প্রকাশিত : ০৬:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
খাগড়াছড়ি প্রতিনিধি: পানছড়ি বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের লাগামহীন বিস্তারে প্রতিদিনই যানজট দেখা দিচ্ছে। অনুমোদনহীন যানবাহন, অনিয়ন্ত্রিত চলাচল ও চালকদের বেপরোয়া আচরণে সড়ক ব্যবস্থাপনা অচল হয়ে পড়ছে। এতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ী সম্প্রদায়।
উপজেলা জুড়ে চলাচলরত অটোরিকশার সংখ্যা এক হাজারেরও বেশি। এর মধ্যে সমিতি ভুক্ত অনুমোদিত রয়েছে প্রায় ৭শ। বাকি যানবাহনগুলো নিয়ন্ত্রণের বাইরে থাকায় সমস্যা আরও বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, বাজার এলাকায় যানজটের কারণে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকে থাকতে হয়।
বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, চালক প্রশিক্ষণ, সড়ক নিয়ম অমান্য, যত্রতত্র পার্কিং—সব মিলিয়ে নৈরাজ্য তৈরি হয়েছে। অবিলম্বে অভিযান ও পর্যবেক্ষণ জোরদার করার দাবি জানান তিনি।
চালকদের দাবি, নির্দিষ্ট স্ট্যান্ড, রুট এবং লাইসেন্স প্রক্রিয়া সহজ হলে তারা নিয়ম মেনে চলতে পারবেন। অন্যদিকে, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের অভিযোগ—স্বল্প দূরত্বেও দেরি ও বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে থানার ওসি ফেরদৌস হাসান বলেন, শৃঙ্খলায় আনতে নিবন্ধন কঠোর করণ ও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।