কুমিল্লা প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বুধবার (২১ জানুয়ারি)বিকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন সৃজনের আয়োজনে “আগামীর বাংলাদেশ—তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা নিয়ে তারুণ্যের উৎসব–২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন,তারুণ্যের শক্তি ও সৃজনশীলতাই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তি। সৎ নেতৃত্ব, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা, প্রযুক্তি ও গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ একটি আধুনিক বাংলাদেশ গড়তে হলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

সামাজিক সংগঠন সৃজনের সহ-সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় ও সভাপতি মেহেদি রনির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার,পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া,যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সওগাত চৌধুরী পিটার,সৃজন সংগঠনের সাধারণ সম্পাদক রোমান মিয়াজী প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ২২টি সামাজিক সংগঠনের বিভিন্ন অবদানের জন্য সংগঠনের প্রধানদের হাতে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের দায়িত্ব ও করণীয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডেস্ক রিপোর্ট 






















