ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

বামনার ডৌয়াতলায় জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বরগুনা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদ।
পথসভায় তিনি বলেন, ‘আমরা গদির দখলের রাজনীতি করি না, দুর্নীতির ধার ধারি না। আমরা নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই; আদর্শ পরিবর্তন চাই। কুরআনের সমাজ ও রাসূলের আদর্শের আলোকে দেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।’
ডা. সুলতান আহমেদ আরও বলেন, ‘সংসদে গেলে জনগণের সঙ্গে কুরআনের কথা ও দেশ উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবো। সততার সঙ্গে জনগণের সঙ্গে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। ক্ষমতায় গেলে রাজনৈতিক কারনে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। দেশের স্বার্থে গনভোটে অব্যশই হ্যাঁ জয়যুক্ত করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুলাহ হারুন, জেলা ও উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলরা। পথসভায় হাজারো মানুষের ঢল নামায় জামায়াতের শক্তিশালী সমর্থন প্রমাণিত হয়।
জনপ্রিয় সংবাদ

রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মাউশিতে আবেদন

বামনার ডৌয়াতলায় জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বরগুনা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদ।
পথসভায় তিনি বলেন, ‘আমরা গদির দখলের রাজনীতি করি না, দুর্নীতির ধার ধারি না। আমরা নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই; আদর্শ পরিবর্তন চাই। কুরআনের সমাজ ও রাসূলের আদর্শের আলোকে দেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।’
ডা. সুলতান আহমেদ আরও বলেন, ‘সংসদে গেলে জনগণের সঙ্গে কুরআনের কথা ও দেশ উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবো। সততার সঙ্গে জনগণের সঙ্গে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। ক্ষমতায় গেলে রাজনৈতিক কারনে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। দেশের স্বার্থে গনভোটে অব্যশই হ্যাঁ জয়যুক্ত করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুলাহ হারুন, জেলা ও উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলরা। পথসভায় হাজারো মানুষের ঢল নামায় জামায়াতের শক্তিশালী সমর্থন প্রমাণিত হয়।