যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (১ ফেব্রুয়ারি) কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিশোধ হিসেবে মার্কিন পণ্যেও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডার পণ্য আমদানিতে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছেন তার প্রতিশোধ হিসাবে কানাডাও মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
তিনি বলেন, তার সরকার ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের আমেরিকান পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যার মধ্যে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের পণ্যের উপর মঙ্গলবার থেকে শুল্ক বসছে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যে ২১ দিন সময় লাগবে।
তিনি বলেন, শুল্ক আরোপের এই প্রতিক্রিয়া ‘সুদূরপ্রসারী’। আমেরিকান বিয়ার, মদ, বোরবন হুইস্কি, ফল ও ফলের রস, শাকসবজি, পারফিউম, পোশাক ও জুতার উপর শুল্ক আরোপ করা হবে।
এছাড়াও মার্কিন গৃহস্থালী জিনিসপত্র, খেলাধুলার সামগ্রী, আসবাবপত্র, কাঠ ও প্লাস্টিকের মতো উপকরণেও শুল্ক আরোপ হচ্ছে। তবে, গুরুত্বপূর্ণ খনিজ ও সেসব সংগ্রহের সাথে সম্পর্কিত পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়নি বলে জানান টুডো।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার সংবাদ সম্মেলন বলেছেন যে তিনি আমেরিকানদের সাথে সরাসরি কথা বলতে চান। তিনি দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক অংশীদারিত্বের কথা বলেন।