ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক ৮০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হকের মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।
খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আইনগত প্রক্রিয়া শুরু করেন।
এ বিষয়ে নিহতের ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার বিষয়ে তারা কিছুই জানতেন না।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক ৮০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হকের মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।
খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আইনগত প্রক্রিয়া শুরু করেন।
এ বিষয়ে নিহতের ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার বিষয়ে তারা কিছুই জানতেন না।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।