ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বামনার বুকাবুনিয়ায় নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক তিনবারের এমপি ও বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণি।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেন, ‘বুকাবুনিয়াসহ বামনার আপামর জনগণকে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার। দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। সকালে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহাড়া দিতে হবে। জামায়াত ১২ টার পর গন্ডগোল শুরু করবে।’
তিনি স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘জামায়াত কখনো ক্ষমতায় যায়নি, সব সময় দেশের বিপক্ষে কাজ করেছে। জামায়াত স্বাধীনতার বিরোধিতা না করলে দেশ অনেক আগেই স্বাধীন হতো। এই দলটি এখন জান্নাতের টিকিট বিক্রি করছে, মানুষকে ভুল বুঝাচ্ছে।’
জনসভায় উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা ও সদস্য সচিব আলহাজ্ব রুহুল আমিন শরীফসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

বামনার বুকাবুনিয়ায় নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক তিনবারের এমপি ও বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণি।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেন, ‘বুকাবুনিয়াসহ বামনার আপামর জনগণকে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার। দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। সকালে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহাড়া দিতে হবে। জামায়াত ১২ টার পর গন্ডগোল শুরু করবে।’
তিনি স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘জামায়াত কখনো ক্ষমতায় যায়নি, সব সময় দেশের বিপক্ষে কাজ করেছে। জামায়াত স্বাধীনতার বিরোধিতা না করলে দেশ অনেক আগেই স্বাধীন হতো। এই দলটি এখন জান্নাতের টিকিট বিক্রি করছে, মানুষকে ভুল বুঝাচ্ছে।’
জনসভায় উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা ও সদস্য সচিব আলহাজ্ব রুহুল আমিন শরীফসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।