ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: শুক্রবার মধ্যরাতে বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
মুহুর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরলে সোহান ও শহিদের দুটি খাবার হোটেল, মাইনুল ও সাইদুলের দুটি চায়ের দোকান, ইসমাইলের ফটোকপির দোকান, মাসুদের মুদি দোকান ও আসলামের দধি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম জানিয়েছেন, আগুনে মোট সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।
এছাড়া একটি পাখির খাবার বিক্রির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ীরা পিকনিকে বরিশালের বাহিরে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাতটি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে-তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
জনপ্রিয় সংবাদ

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাই

প্রকাশিত : ১০:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
বরিশাল প্রতিনিধি: শুক্রবার মধ্যরাতে বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
মুহুর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরলে সোহান ও শহিদের দুটি খাবার হোটেল, মাইনুল ও সাইদুলের দুটি চায়ের দোকান, ইসমাইলের ফটোকপির দোকান, মাসুদের মুদি দোকান ও আসলামের দধি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম জানিয়েছেন, আগুনে মোট সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।
এছাড়া একটি পাখির খাবার বিক্রির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ীরা পিকনিকে বরিশালের বাহিরে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাতটি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে-তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।