ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট শেষে নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক ইউকে বাংলা নিউজের কর্ণধার আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন টুএ নিউজের আব্দুল হান্নান।

রোববার (২৫ জানুয়ারি) লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা–২০২৬ ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে অনুষ্ঠিত হয়েছে।

দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

তারেক–আকরাম–শাহনাজ পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি পদে ব্যারিস্টার তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সায়েম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে তাইসির মাহমুদ ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৫১ ভোট।সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য দুই প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম মৃধা পেয়েছেন ৯৬ ভোট এবং সালাউদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আকরামুল হোসাইন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট।সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মোরাদ ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন কয়েস পেয়েছেন ১৩৩ ভোট।কোষাধ্যক্ষ পদে আব্দুল হান্নান ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পেয়েছেন ১২৪ ভোট।

সহ-কোষাধ্যক্ষ পদে এখলাছুর রহমান পাক্কু ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট।প্রশিক্ষণ ও সাংগঠনিক সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।মিডিয়া ও আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট।ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. আনিছুর রহমান আনিছ পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন— মোহাম্মদ সরওয়ার হোসেন (২০১ ভোট), সহিদুর রহমান সুহেল (১৮৯ ভোট), লোকমান হোসেন কাজী (১৮১ ভোট), ফারজানা চৌধুরী (১৬১ ভোট) এবং এনামুল হক চৌধুরী (১৬১ ভোট)।

তাদের প্রতিদ্বন্দ্বী সদস্য পদে পরাজিত প্রার্থীদের মধ্যে মো. সাজু আহমদ ১৩০ ভোট, মোহাম্মদ আবু তালেব ১০৯ ভোট, ফজলে রহমান পিংকু ৯৭ ভোট, সৈয়দ রোমাম ৮৬ ভোট ও হাসনাত চৌধুরী ৪৮ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সায়েম–সালেহ–হান্নান ও তারেক–আকরাম–শাহনাজ –এই দুই প্যানেলের পক্ষে লড়েছেন ৩০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দ্য এডিটরের প্রধান সম্পাদক আহাদ চৌধুরী বাবু।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অধ্যাপক শাহগীর বখত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

প্রকাশিত : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট শেষে নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক ইউকে বাংলা নিউজের কর্ণধার আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন টুএ নিউজের আব্দুল হান্নান।

রোববার (২৫ জানুয়ারি) লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা–২০২৬ ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে অনুষ্ঠিত হয়েছে।

দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

তারেক–আকরাম–শাহনাজ পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি পদে ব্যারিস্টার তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সায়েম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে তাইসির মাহমুদ ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৫১ ভোট।সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য দুই প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম মৃধা পেয়েছেন ৯৬ ভোট এবং সালাউদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আকরামুল হোসাইন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট।সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মোরাদ ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন কয়েস পেয়েছেন ১৩৩ ভোট।কোষাধ্যক্ষ পদে আব্দুল হান্নান ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পেয়েছেন ১২৪ ভোট।

সহ-কোষাধ্যক্ষ পদে এখলাছুর রহমান পাক্কু ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট।প্রশিক্ষণ ও সাংগঠনিক সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।মিডিয়া ও আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট।ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. আনিছুর রহমান আনিছ পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন— মোহাম্মদ সরওয়ার হোসেন (২০১ ভোট), সহিদুর রহমান সুহেল (১৮৯ ভোট), লোকমান হোসেন কাজী (১৮১ ভোট), ফারজানা চৌধুরী (১৬১ ভোট) এবং এনামুল হক চৌধুরী (১৬১ ভোট)।

তাদের প্রতিদ্বন্দ্বী সদস্য পদে পরাজিত প্রার্থীদের মধ্যে মো. সাজু আহমদ ১৩০ ভোট, মোহাম্মদ আবু তালেব ১০৯ ভোট, ফজলে রহমান পিংকু ৯৭ ভোট, সৈয়দ রোমাম ৮৬ ভোট ও হাসনাত চৌধুরী ৪৮ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সায়েম–সালেহ–হান্নান ও তারেক–আকরাম–শাহনাজ –এই দুই প্যানেলের পক্ষে লড়েছেন ৩০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দ্য এডিটরের প্রধান সম্পাদক আহাদ চৌধুরী বাবু।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অধ্যাপক শাহগীর বখত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।