ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, হঠাৎ কমিটি স্থগিতের বিষয়টি শুনেছি। তবে কেন স্থগিত করা হলো এ বিষয়ে কিছুই জানি না।


এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জেলা বিএনপির কমিটি স্থগিত করায় বিএনপিসহ নানা মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এতে মো. হযরত আলীকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছিল। পরবর্তীতে আড়াই মাসের মাথায় গত বছরের ২ জানুয়ারি ওই কমিটি স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এর ৪ মাস পর একই বছরের ৫ জুন অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিও সাড়ে ছয় মাসের মাথায় স্থগিত করল কেন্দ্রীয় বিএনপি।

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

প্রকাশিত : ১০:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, হঠাৎ কমিটি স্থগিতের বিষয়টি শুনেছি। তবে কেন স্থগিত করা হলো এ বিষয়ে কিছুই জানি না।


এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জেলা বিএনপির কমিটি স্থগিত করায় বিএনপিসহ নানা মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এতে মো. হযরত আলীকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছিল। পরবর্তীতে আড়াই মাসের মাথায় গত বছরের ২ জানুয়ারি ওই কমিটি স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এর ৪ মাস পর একই বছরের ৫ জুন অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিও সাড়ে ছয় মাসের মাথায় স্থগিত করল কেন্দ্রীয় বিএনপি।