বামনা (বরগুনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমীর হাতপাখা মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনই হলো ইসলামের একমাত্র দল। আর অন্যান্য নামধারী ইসলামী যে সকল দল রয়েছে তারা প্রকৃত ইসলামের পতাকা বহন করেন না। তাই ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানাই বরগুনা-২ আসনে হাতপাখা মার্কাকে বিজয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলামিন, বরগুনা জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম আকন, বামনা উপজেলার সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান খানসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 






















