ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বরিশাল বাকেরগঞ্জে নির্বাচনের আচরণবিধি  লঙ্ঘনে ৪ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি করছেন উপজেলা প্রশাসন।

৩০ জানুয়ারি (শুক্রবার) ​বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন। অভিযানে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলার তদারকি এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।


সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ২৭ ধারা মোতাবেক পরিচালিত এই অভিযানে ৪টি মামলা দায়ের করা হয়। এতে মোট ৪ জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মূলত মোটরযানে প্রতীকের পতাকা ও পোস্টার ব্যবহার এবং ভোট ক্যাম্পে আলোকসজ্জা করার দায়ে এই জরিমানা করা হয়। ​ অভিযান প্রসঙ্গে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার রোমানা আফরোজ বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। মাঠ পর্যায়ে আমাদের নিয়মিত টহল ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। আমি সকল সম্মানিত প্রার্থী ও তাঁদের সমর্থকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আচরণবিধি মেনে চলে প্রশাসনকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সহায়তা করুন।

জনপ্রিয় সংবাদ

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সম্পর্কে কিছু তথ্য

বরিশাল বাকেরগঞ্জে নির্বাচনের আচরণবিধি  লঙ্ঘনে ৪ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়

প্রকাশিত : ০২:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি করছেন উপজেলা প্রশাসন।

৩০ জানুয়ারি (শুক্রবার) ​বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন। অভিযানে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলার তদারকি এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।


সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ২৭ ধারা মোতাবেক পরিচালিত এই অভিযানে ৪টি মামলা দায়ের করা হয়। এতে মোট ৪ জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মূলত মোটরযানে প্রতীকের পতাকা ও পোস্টার ব্যবহার এবং ভোট ক্যাম্পে আলোকসজ্জা করার দায়ে এই জরিমানা করা হয়। ​ অভিযান প্রসঙ্গে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার রোমানা আফরোজ বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। মাঠ পর্যায়ে আমাদের নিয়মিত টহল ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। আমি সকল সম্মানিত প্রার্থী ও তাঁদের সমর্থকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আচরণবিধি মেনে চলে প্রশাসনকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সহায়তা করুন।