ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে কথোপকথন হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, এ দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা পরে জানানো হবে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে দুই দিনের সফরে সেখানে যান তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা।

এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব, বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধ সৃষ্টিতে প্ল্যাটফরমটির উদ্যোগ অব্যাহত রাখবে।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ

প্রকাশিত : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে কথোপকথন হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, এ দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা পরে জানানো হবে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে দুই দিনের সফরে সেখানে যান তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা।

এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব, বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধ সৃষ্টিতে প্ল্যাটফরমটির উদ্যোগ অব্যাহত রাখবে।