ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সকাল থেকে ঢাকায় বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে দমকা বাতাস, যা আবহাওয়াকে করেছে কিছুটা ঠান্ডা।

লঘুচাপের প্রভাব পড়েছে দেশের অন্যান্য অঞ্চলেও, বিশেষ করে উপকূলীয় এলাকায়। টানা বৃষ্টিতে এসব অঞ্চলের মানুষজন চরম ভোগান্তির মুখে পড়েছেন।

এদিকে, দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যান্য এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির ফলে দেশের পাঁচ জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ সময়ে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারী (৮৮ মিমি) বর্ষণ হতে পারে।

জনপ্রিয় সংবাদ

রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

সকাল থেকে ঢাকায় বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস

প্রকাশিত : ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে দমকা বাতাস, যা আবহাওয়াকে করেছে কিছুটা ঠান্ডা।

লঘুচাপের প্রভাব পড়েছে দেশের অন্যান্য অঞ্চলেও, বিশেষ করে উপকূলীয় এলাকায়। টানা বৃষ্টিতে এসব অঞ্চলের মানুষজন চরম ভোগান্তির মুখে পড়েছেন।

এদিকে, দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যান্য এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির ফলে দেশের পাঁচ জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ সময়ে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারী (৮৮ মিমি) বর্ষণ হতে পারে।