ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচে অর্থ দাবি এনএসসি’র, সংকটে কয়েকটি ফেডারেশন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচ নিয়ে বাফুফের অনেক পরিকল্পনা। টিকিট বিক্রি, টিভি রাইটস ও নানাভাবে এই ম্যাচ থেকে আয় করার চিন্তাভাবনা করছে ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে গতকাল একটি চিঠি দিয়েছে, সেখানে বিভিন্ন খাত থেকে আয়ের সুনির্দিষ্ট অংশ জাতীয় ক্রীড়া পরিষদকে প্রদানের বিষয়টি আগেভাগেই স্মরণ করিয়ে দিয়েছে।

সিঙ্গাপুর ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা। বাফুফের দাবি, সাধারণ গ্যালারীর ১৮ হাজার ৩০০ টিকিটই অনলাইনে ছাড়া হয়েছে এবং সব টিকিটই বিক্রিত। ফলে এখান থেকেই ৭৩ লাখ ২০ হাজার টাকা আয় হওয়ার কথা ফেডারেশনের।

এ ছাড়া ভিআইপি, স্কাই লাউঞ্জ,ক্লাব হাউজ সহ আরো ক্যাটাগরিতে হাজার চারেক টিকিটে আরো অর্ধ কোটি টাকার বেশি পাওয়ার কথা ফেডারেশনের। জাতীয় ক্রীড়া পরিষদ টিকিট বিক্রি থেকে বাফুফের কাছে ১০ শতাংশ অর্থ প্রদানের নির্দেশনা দিয়েছে।

আন্তর্জাতিক ম্যাচের আয়ের অন্যতম উৎস টিভি রাইটস। বাফুফে এই ম্যাচের স্বত্ত্ব ‘টি স্পোর্টসে’র কাছে বিক্রি করেছে। টিভি রাইটস কত টাকা বিক্রি করেছে এটা গণমাধ্যমের কাছে প্রকাশ করেনি। টিভি রাইটস বিক্রির উপর এনএনসি ১৫ শতাংশ অর্থ চেয়েছে।

এ ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ এবার জাতীয় স্টেডিয়ামে ডিজিটাল বোর্ড বসিয়েছে। বাফুফে ম্যাচ চলাকালীন সাইডলাইনের পাশে ডিজিটাল বোর্ডে বিজ্ঞাপন প্রচার করতে পারবে। সেই বিজ্ঞাপনের উপর জাতীয় ক্রীড়া পরিষদ ৫০ শতাংশ অর্থ দাবি করেছে।

বাংলাদেশে সকল স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের। গেটমানি (টিকিট বিক্রি) ও প্রচার স্বত্ত্বের উপর জাতীয় ক্রীড়া পরিষদ লভ্যাংশ দাবি করার আইনত অধিকার রয়েছে। বিগত এক যুগ ফুটবল স্টেডিয়ামে দর্শক না আসায় জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে কখনো এই সংক্রান্ত চিঠি দেয়নি। বিসিবিকে বারংবার চিঠি দিলেও এনএসসি তাদের প্রাপ্য পাওনা কখনো বুঝে পায়নি। ফুটবল নবউদ্দমে শুরুর আগেই জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে আইনের বিষয়টি স্মরণে দিয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ের আর সপ্তাহ খানেক বাকি। এখনো কিছু কাজ বাকি রয়েছে। জাতীয় স্টেডিয়ামের চতুর্থ তলা রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত ছিল। ফলে সেখানে চেয়ার স্থাপন হয়নি। এখন দ্রুত সময়ের মধ্যে সেখানে চেয়ার বসবে। মাঠের এক পাশে গ্যালারীর সামনে টিনের ছাউনি, আরেক পাশে অ্যাথলেটিক্স টাওয়ার রয়েছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এক সভায় এই সংক্রান্ত অসঙ্গতি তুলে ধরেন বাফুফের গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি। জাতীয় ক্রীড়া পরিষদ কালকের মধ্যেই অনেক কাজ সমাপ্ত আর চেয়ার স্থাপন ম্যাচের আগে করার আশ্বাস দিয়েছে।

সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ৪ জুন ভুটানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই দুই প্রীতি ম্যাচের জন্য বাফুফে স্টেডিয়ামের পরিবেশ নির্বিঘ্ন রাখতে স্টেডিয়ামে অবস্থিত বিভিন্ন ফেডারেশনের কার্যালয়, দোকানপাট ও যানচলাচল নিয়ন্ত্রণের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে ২৭ মে চিঠি দিয়েছিল। বাফুফের সেই অনুরোধের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ৩০ মে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত ফেডারেশনগুলোকে ২-৪ জুন এবং ৮-১০ জুন কার্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেয়।

জাতীয় ক্রীড়া পরিষদের এই নির্দেশনায় অনেক ফেডারেশনই বিপাকে পড়েছে। ঈদের আগে অনেক ফেডারেশনের স্টাফদের বেতন-বোনাস প্রদান এবং টুর্নামেন্ট আয়োজন নিয়ে নানা পরিকল্পনা রয়েছে। দু’টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের জন্য অন্য ফেডারেশনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

জাতীয় স্টেডিয়াম মূলত বাফুফে ও অ্যাথলেটিক্স ভেন্যু হিসেবে ব্যবহার করলেও এখানে দশের অধিক ফেডারেশনের কার্যালয় রয়েছে। দুটি ফুটবল ম্যাচের জন্য দশের অধিক ফেডারেশন ছয় দিন বন্ধ রাখার অনুরোধ করেছে বাফুফে। এই ফেডারেশনগুলোকে এখনো সৌজন্যমূলক কোনো টিকিট প্রদান করেনি বাফুফে। সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাফুফের এমন আচরণ নিয়ে ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে আলোচনা চলছে তুমুলভাবে।

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের দু’টি সংগঠন রয়েছে। সাংবাদিকরা এই সংগঠনে বসে ক্রীড়া সংক্রান্ত রিপোর্ট করেন। বিশেষত আসন্ন দু’টি ম্যাচ নিয়েই সাংবাদিকরা এখানে বসেই অনেক প্রতিবেদন করবেন। সাংবাদিকদের সংগঠনও বন্ধ রাখার নির্দেশনা এসেছে। আজ থেকে ফেডারেশনের পাশাপাশি দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ছিল। কোনটাই অবশ্য পালন হয়নি। বিগত সময়ের রীতি অনুযায়ী ম্যাচের আগের দিন দুপুরের পর থেকে স্টেডিয়াম এলাকায় দোকানপাট ও যান চলাচল নিয়ন্ত্রিত হয়।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচে অর্থ দাবি এনএসসি’র, সংকটে কয়েকটি ফেডারেশন

প্রকাশিত : ০৯:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচ নিয়ে বাফুফের অনেক পরিকল্পনা। টিকিট বিক্রি, টিভি রাইটস ও নানাভাবে এই ম্যাচ থেকে আয় করার চিন্তাভাবনা করছে ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে গতকাল একটি চিঠি দিয়েছে, সেখানে বিভিন্ন খাত থেকে আয়ের সুনির্দিষ্ট অংশ জাতীয় ক্রীড়া পরিষদকে প্রদানের বিষয়টি আগেভাগেই স্মরণ করিয়ে দিয়েছে।

সিঙ্গাপুর ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা। বাফুফের দাবি, সাধারণ গ্যালারীর ১৮ হাজার ৩০০ টিকিটই অনলাইনে ছাড়া হয়েছে এবং সব টিকিটই বিক্রিত। ফলে এখান থেকেই ৭৩ লাখ ২০ হাজার টাকা আয় হওয়ার কথা ফেডারেশনের।

এ ছাড়া ভিআইপি, স্কাই লাউঞ্জ,ক্লাব হাউজ সহ আরো ক্যাটাগরিতে হাজার চারেক টিকিটে আরো অর্ধ কোটি টাকার বেশি পাওয়ার কথা ফেডারেশনের। জাতীয় ক্রীড়া পরিষদ টিকিট বিক্রি থেকে বাফুফের কাছে ১০ শতাংশ অর্থ প্রদানের নির্দেশনা দিয়েছে।

আন্তর্জাতিক ম্যাচের আয়ের অন্যতম উৎস টিভি রাইটস। বাফুফে এই ম্যাচের স্বত্ত্ব ‘টি স্পোর্টসে’র কাছে বিক্রি করেছে। টিভি রাইটস কত টাকা বিক্রি করেছে এটা গণমাধ্যমের কাছে প্রকাশ করেনি। টিভি রাইটস বিক্রির উপর এনএনসি ১৫ শতাংশ অর্থ চেয়েছে।

এ ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ এবার জাতীয় স্টেডিয়ামে ডিজিটাল বোর্ড বসিয়েছে। বাফুফে ম্যাচ চলাকালীন সাইডলাইনের পাশে ডিজিটাল বোর্ডে বিজ্ঞাপন প্রচার করতে পারবে। সেই বিজ্ঞাপনের উপর জাতীয় ক্রীড়া পরিষদ ৫০ শতাংশ অর্থ দাবি করেছে।

বাংলাদেশে সকল স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের। গেটমানি (টিকিট বিক্রি) ও প্রচার স্বত্ত্বের উপর জাতীয় ক্রীড়া পরিষদ লভ্যাংশ দাবি করার আইনত অধিকার রয়েছে। বিগত এক যুগ ফুটবল স্টেডিয়ামে দর্শক না আসায় জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে কখনো এই সংক্রান্ত চিঠি দেয়নি। বিসিবিকে বারংবার চিঠি দিলেও এনএসসি তাদের প্রাপ্য পাওনা কখনো বুঝে পায়নি। ফুটবল নবউদ্দমে শুরুর আগেই জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে আইনের বিষয়টি স্মরণে দিয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ের আর সপ্তাহ খানেক বাকি। এখনো কিছু কাজ বাকি রয়েছে। জাতীয় স্টেডিয়ামের চতুর্থ তলা রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত ছিল। ফলে সেখানে চেয়ার স্থাপন হয়নি। এখন দ্রুত সময়ের মধ্যে সেখানে চেয়ার বসবে। মাঠের এক পাশে গ্যালারীর সামনে টিনের ছাউনি, আরেক পাশে অ্যাথলেটিক্স টাওয়ার রয়েছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এক সভায় এই সংক্রান্ত অসঙ্গতি তুলে ধরেন বাফুফের গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি। জাতীয় ক্রীড়া পরিষদ কালকের মধ্যেই অনেক কাজ সমাপ্ত আর চেয়ার স্থাপন ম্যাচের আগে করার আশ্বাস দিয়েছে।

সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ৪ জুন ভুটানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই দুই প্রীতি ম্যাচের জন্য বাফুফে স্টেডিয়ামের পরিবেশ নির্বিঘ্ন রাখতে স্টেডিয়ামে অবস্থিত বিভিন্ন ফেডারেশনের কার্যালয়, দোকানপাট ও যানচলাচল নিয়ন্ত্রণের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে ২৭ মে চিঠি দিয়েছিল। বাফুফের সেই অনুরোধের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ৩০ মে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত ফেডারেশনগুলোকে ২-৪ জুন এবং ৮-১০ জুন কার্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেয়।

জাতীয় ক্রীড়া পরিষদের এই নির্দেশনায় অনেক ফেডারেশনই বিপাকে পড়েছে। ঈদের আগে অনেক ফেডারেশনের স্টাফদের বেতন-বোনাস প্রদান এবং টুর্নামেন্ট আয়োজন নিয়ে নানা পরিকল্পনা রয়েছে। দু’টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের জন্য অন্য ফেডারেশনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

জাতীয় স্টেডিয়াম মূলত বাফুফে ও অ্যাথলেটিক্স ভেন্যু হিসেবে ব্যবহার করলেও এখানে দশের অধিক ফেডারেশনের কার্যালয় রয়েছে। দুটি ফুটবল ম্যাচের জন্য দশের অধিক ফেডারেশন ছয় দিন বন্ধ রাখার অনুরোধ করেছে বাফুফে। এই ফেডারেশনগুলোকে এখনো সৌজন্যমূলক কোনো টিকিট প্রদান করেনি বাফুফে। সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাফুফের এমন আচরণ নিয়ে ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে আলোচনা চলছে তুমুলভাবে।

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের দু’টি সংগঠন রয়েছে। সাংবাদিকরা এই সংগঠনে বসে ক্রীড়া সংক্রান্ত রিপোর্ট করেন। বিশেষত আসন্ন দু’টি ম্যাচ নিয়েই সাংবাদিকরা এখানে বসেই অনেক প্রতিবেদন করবেন। সাংবাদিকদের সংগঠনও বন্ধ রাখার নির্দেশনা এসেছে। আজ থেকে ফেডারেশনের পাশাপাশি দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ছিল। কোনটাই অবশ্য পালন হয়নি। বিগত সময়ের রীতি অনুযায়ী ম্যাচের আগের দিন দুপুরের পর থেকে স্টেডিয়াম এলাকায় দোকানপাট ও যান চলাচল নিয়ন্ত্রিত হয়।