ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে

নারী এশিয়ান কাপ বাছাইয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। যেখানে বড় অবদান তহুরা খাতুনের। এই ফরোয়ার্ড একাই করেছেন ২ গোল।

জয় দিয়ে আসর শুরু করতে পেরে উচ্ছ্বসিত তহুরা। এই টুর্নামেন্ট শুরুর আগে দল যেভাবে অনুশীলন করেছিল, তা মাঠের ফুটবলে দিতে পেরেছে বলে মনে করেন এই ফরোয়ার্ড। লম্বা সময় ক্যাম্পে থেকে অনুশীলন করায় পারফরম্যান্সে তার ছাপ পড়েছে।

তহুরা বলেন, ‘আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাদের থেকে বাহরাইন অনেক এগিয়ে থাকা দল। আমরা যে এতদিন পরিশ্রম করেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা মাঠে সেটা কাজে লাগাব। তো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কিপার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। মাঠের মধ্যে সবাই মনোযোগী ছিল।’

‘সবসময় আমরা চেষ্টা করি, দেখি কোন দিকে উন্নতি হচ্ছে, দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে, এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার। বাকিটা আল্লাহ জানেন।’-যোগ করেন তিনি।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের। এই ম্যাচ নিয়ে তহুরা বলেন, ‘আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল। আমরা এর আগে এ মাঠেই মিয়ানমারের কাছে ৫ গোল খেয়েছিলাম। এবার যেহেতু…আমরা সবাই সবসময় ক্যাম্পেই থাকি একসাথে, আমাদের সবদিক থেকেই অনেক উন্নতি হয়েছে।’

গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমানো হয়েছে

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা

প্রকাশিত : ১২:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

নারী এশিয়ান কাপ বাছাইয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। যেখানে বড় অবদান তহুরা খাতুনের। এই ফরোয়ার্ড একাই করেছেন ২ গোল।

জয় দিয়ে আসর শুরু করতে পেরে উচ্ছ্বসিত তহুরা। এই টুর্নামেন্ট শুরুর আগে দল যেভাবে অনুশীলন করেছিল, তা মাঠের ফুটবলে দিতে পেরেছে বলে মনে করেন এই ফরোয়ার্ড। লম্বা সময় ক্যাম্পে থেকে অনুশীলন করায় পারফরম্যান্সে তার ছাপ পড়েছে।

তহুরা বলেন, ‘আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাদের থেকে বাহরাইন অনেক এগিয়ে থাকা দল। আমরা যে এতদিন পরিশ্রম করেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা মাঠে সেটা কাজে লাগাব। তো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কিপার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। মাঠের মধ্যে সবাই মনোযোগী ছিল।’

‘সবসময় আমরা চেষ্টা করি, দেখি কোন দিকে উন্নতি হচ্ছে, দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে, এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার। বাকিটা আল্লাহ জানেন।’-যোগ করেন তিনি।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের। এই ম্যাচ নিয়ে তহুরা বলেন, ‘আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল। আমরা এর আগে এ মাঠেই মিয়ানমারের কাছে ৫ গোল খেয়েছিলাম। এবার যেহেতু…আমরা সবাই সবসময় ক্যাম্পেই থাকি একসাথে, আমাদের সবদিক থেকেই অনেক উন্নতি হয়েছে।’