ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব চীনে আন্তর্জাতিক প্রতিযোগিতায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

চীনের ঝচিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অনুষ্ঠিত ‘বোঝউ কাপ ২০২৫ : ফরেন কালচারাল ট্রেড ট্যালেন্টস সিলেকশন কম্পিটিশন’-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী শাকিল আহমেদ। তিনি দেশটির সিচুয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত।

হাংজু শহরে চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আওতাধীন চায়না ফরেন ল্যাংগুয়েজ পাবলিশিং অ্যাডমিনিস্ট্রেশন, সিনোলিঙ্গুয়া পাবলিশিং হাউস, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শাকিল আহমেদ তার জমাকৃত ভিডিও ‘Bangladesh Meets China : A Tale of Two Cultures’-এ চীনা ও বাংলাদেশি সংস্কৃতির মিল, পারস্পরিক বোঝাপড়া এবং শিক্ষা ও ভ্রমণের অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি অসাধারণ ভিজ্যুয়াল স্টোরিটেলিং উপস্থাপন করেন।

এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা এবং চীনের সঙ্গে তাদের অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করা।

প্রতিযোগিতায় ৮৬টি দেশ ও অঞ্চলের ৪ শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রত্যেকে একটি করে ভিডিও জমা দেন। যেখানে চীনে তাদের অভিজ্ঞতা, সংস্কৃতি বিনিময় এবং শিক্ষা জীবনের গল্প তুলে ধরেন তারা।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব চীনে আন্তর্জাতিক প্রতিযোগিতায়

প্রকাশিত : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

চীনের ঝচিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অনুষ্ঠিত ‘বোঝউ কাপ ২০২৫ : ফরেন কালচারাল ট্রেড ট্যালেন্টস সিলেকশন কম্পিটিশন’-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী শাকিল আহমেদ। তিনি দেশটির সিচুয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত।

হাংজু শহরে চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আওতাধীন চায়না ফরেন ল্যাংগুয়েজ পাবলিশিং অ্যাডমিনিস্ট্রেশন, সিনোলিঙ্গুয়া পাবলিশিং হাউস, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শাকিল আহমেদ তার জমাকৃত ভিডিও ‘Bangladesh Meets China : A Tale of Two Cultures’-এ চীনা ও বাংলাদেশি সংস্কৃতির মিল, পারস্পরিক বোঝাপড়া এবং শিক্ষা ও ভ্রমণের অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি অসাধারণ ভিজ্যুয়াল স্টোরিটেলিং উপস্থাপন করেন।

এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা এবং চীনের সঙ্গে তাদের অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করা।

প্রতিযোগিতায় ৮৬টি দেশ ও অঞ্চলের ৪ শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রত্যেকে একটি করে ভিডিও জমা দেন। যেখানে চীনে তাদের অভিজ্ঞতা, সংস্কৃতি বিনিময় এবং শিক্ষা জীবনের গল্প তুলে ধরেন তারা।