দেশের বিরোধিতা করছেন, করছেন বিশ্বাসঘাতকতা; এমনই দেশদ্রোহী তকমা পেলেন ভারতীয় তারকা দিলজিৎ দোসাঞ্জ। আসন্ন সিনেমা ‘সর্দারজি ৩’ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন এই পাঞ্জাবি শিল্পী। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৭ জুন। কিন্তু পেহেলগাম কাণ্ডের পর বদলে গেছে ভারত-পাকিস্তান সম্পর্কের সমীকরণ; তাই বিতর্কের জালে জড়ালেন দিলজিৎ।
শুক্রবার ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ সংস্থাটির সভাপতি বিএন তিওয়ারি নিন্দায় সরব হন দিলজিতের বিরুদ্ধে। এমনকি, ভারতের বিনোদন জগৎ থেকে তাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।
উল্লেখ্য, ‘সর্দার ৩’ সিনেমায় পাকিস্তানের হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধেছেন দিলজিৎ। এর আগে হানিয়ার সঙ্গে দিলজিতের কিছু রোম্যান্টিক দৃশ্যের ছবি ফাঁস হয়। এরপর থেকেই ভারতের বিভিন্ন মহল থেকে দিলজিতকে বয়কটের ডাক দেওয়া হয়। এবার এই তারকার বিরুদ্ধে এলো দেশদ্রোহী তকমা।