ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মিলেছে নানা অনিয়ম নোয়াখালী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

চিকিৎসাসেবায় নানাবিধ হয়রানি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার  (১৬ জুন) দুপুরে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের মিলেছে নানা অনিয়মের সত্যতা।

 

তিন সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান। টিমের অন্য সদস্যরা হলেন- উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম ও কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস।

জানা যায়, নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের ওষুধ সরবরাহ, ডায়ালাইসিস সেবা এবং মেডিকেল টেস্ট সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও গত ১৩ জুন ঘুষের টাকা না দেওয়ায় রোগী ও স্বজনদের এক ওয়ার্ডবয়ের মারধরের অভিযোগের বিষয়েও অনুসন্ধান করা হয়। দুদক টিম অভিযোগের ভিত্তিতে হামলার শিকার রোগী এবং ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা অন্যান্য রোগীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়। অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রও পর্যালোচনা করা হয়।

দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান ঢাকা পোস্টকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানে নানা অনিয়মের সত্যতা মিলেছে। অভিযানের ফলাফল ও সুপারিশ সংবলিত একটি বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে দুদক সদর দপ্তরে দাখিল করা হবে। এছাড়াও রোগীকে মারধরের প্রমাণ ও মিলেছে। অভিযানে তত্ত্বাবধায়ক জানান, ঘটনার পরপরই তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অভিযান নিয়মিত চলবে।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, আমাদের জনবল ঘাটতি আছে। এছাড়াও সরকার আউটসোর্সিং নিয়োগ না দেওয়ায় আমাদের পরিচালনা করতে হিমশিম খেতে হয়। আমরা দেখছি কীভাবে সেবার মান উন্নয়ন করা যায়। ঘুষের টাকা না দেওয়ায় রোগী ও স্বজনদের এক ওয়ার্ডবয়ের মারধরের ঘটনায় আগামীকাল তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

জনপ্রিয় সংবাদ

মিলেছে নানা অনিয়ম নোয়াখালী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশিত : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

চিকিৎসাসেবায় নানাবিধ হয়রানি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার  (১৬ জুন) দুপুরে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের মিলেছে নানা অনিয়মের সত্যতা।

 

তিন সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান। টিমের অন্য সদস্যরা হলেন- উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম ও কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস।

জানা যায়, নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের ওষুধ সরবরাহ, ডায়ালাইসিস সেবা এবং মেডিকেল টেস্ট সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও গত ১৩ জুন ঘুষের টাকা না দেওয়ায় রোগী ও স্বজনদের এক ওয়ার্ডবয়ের মারধরের অভিযোগের বিষয়েও অনুসন্ধান করা হয়। দুদক টিম অভিযোগের ভিত্তিতে হামলার শিকার রোগী এবং ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা অন্যান্য রোগীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়। অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রও পর্যালোচনা করা হয়।

দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান ঢাকা পোস্টকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানে নানা অনিয়মের সত্যতা মিলেছে। অভিযানের ফলাফল ও সুপারিশ সংবলিত একটি বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে দুদক সদর দপ্তরে দাখিল করা হবে। এছাড়াও রোগীকে মারধরের প্রমাণ ও মিলেছে। অভিযানে তত্ত্বাবধায়ক জানান, ঘটনার পরপরই তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অভিযান নিয়মিত চলবে।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, আমাদের জনবল ঘাটতি আছে। এছাড়াও সরকার আউটসোর্সিং নিয়োগ না দেওয়ায় আমাদের পরিচালনা করতে হিমশিম খেতে হয়। আমরা দেখছি কীভাবে সেবার মান উন্নয়ন করা যায়। ঘুষের টাকা না দেওয়ায় রোগী ও স্বজনদের এক ওয়ার্ডবয়ের মারধরের ঘটনায় আগামীকাল তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।