পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নেতাকর্মীদের পক্ষ থেকে পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান টোটনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানকে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
০৭.০৭.২৫ইং তারিখ রোজ সোমবার বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধার সভাপতিত্বে কুরআন তেলায়ত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথি সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন বলেন, “নতুন নেতৃত্বকে কেন্দ্র করে বাউফল উপজেলায় সবাইকে সাথে নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চাই।
সভাপতি কুট্টি সরকার বলেন, “প্রতিটি উপজেলায় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। সাধারণ সম্পাদক টোটন বলেন, “তৃণমূল পর্যায় থেকে নতুন নেতৃত্ব গঠনে মনোনিবেশ করা হবে। যারা প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় রয়েছে তাদেরকেই দলে স্থান দেওয়া হবে। বক্তারা বলেন নতুন নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা জেলার সংগঠনকে নতুন করে সাজাবেন বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলার সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, কৃষিবিদ মো. মিজানুর রহমান লিটু, মো. আনিছুর রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।