প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।
দ্বিবার্ষিক সাধারণ সভায় বর্তমান কমিটির গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করা হয়। এ ছাড়া এ কমিটির গত দুই বছরের কার্যক্রমও তুলে ধরা হয়।
উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও বিএসআরএফের প্রধান নির্বাচন কমিশনার হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন বিএসআরএফের প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম ও সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন।
মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি শ্যামল সরকার, তপন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক এহসানুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক আজমল হক হেলাল, কোষাধ্যক্ষ আহমেদ দীপু, প্রতিষ্ঠাতা সদস্য শাখাওয়াত হোসনে বাদশা, সদস্য শফিকুল ইসলাম, মশিউর রহমান, আবুল কাশেম, রাজু হামিদ, রিশান নাসরুল্লাহ, মানিক মুনতাসির, মিজানুর রহমান, হাসিফ মাহমুদ শাহ, দেলওয়ার হোসেনসহ অন্যান্যরা।
দ্বিবার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এম এ জলিল মুন্না (মুন্না রায়হান), যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন কুমার দাস, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, আসাদ আল মাহমুদ, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, ইব্রাহীম মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু ও আয়নাল হোসেন।