ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

বলিউডে শুরু হতে চলেছে এক নতুন মহাযুদ্ধ; অর্থাৎ আসছে নতুন সিনেমা ‘রামায়ণ’। শুধু তাই নয়, নিতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমাটি হতে যাচ্ছে একটি মেগাপ্রজেক্টও; যা দুই পর্বে বিভক্ত। সিনেমাটিতে রয়েছেন বলিউডের রণবীর কাপুর ও দক্ষিণের যশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, রাম-রাবণের ঘটনা পর্দায় আনতে খরচ হচ্ছে ব্যাপক! শুধু প্রথম পর্বের নির্মাণেই ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি, যেখানে বিশালাকৃতির সেট, চোখ ধাঁধানো ভিএফএক্স আর পৌরাণিক চরিত্রের বিস্তৃত জগৎ রচিত হচ্ছে।

এরপর দ্বিতীয় ভাগে অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য আরও ৭০০ কোটি খরচ করা হবে—যেখানে থাকবে ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স। বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে তৈরি এই সিনেমার মোট বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি রুপি; যা হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

তবে প্রযোজক নমিত মালহোত্রা পুরো প্রজেক্টই দেখছেন একটি সামগ্রিক একটি বিনিয়োগ হিসেবে।

কেন এত বড় ঝুঁকি নিলেন প্রযোজক? ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ছবি নির্মাতা নমিত মালহোত্রার কাছে রামায়ণ কোনো সিনেমা নয়, ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য অর্থাৎ মিশন। তাই আন্তর্জাতিক দর্শকের আকৃষ্ট করতে হলে ছবির মাত্রা হোক কিংবা ভিজ্যুয়াল— কোনো ক্ষেত্রেই  আপস করেননি। এবং প্রযোজকের দৃঢ় বিশ্বাস তিনি এই ছবির থেকে আর্থিক লাভও করবেন।

এদিকে গতকাল প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুকের ভিডিও, যা দেখে দর্শকের মাঝে শুরু হয়েছে উত্তেজনা।

প্রসঙ্গত, রামায়ণ ছবিতে রণবীর কাপুরে রয়েছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন হনুমান। ‘রামায়ণ’– এর প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে এবং  ‘রামায়ণ দ্বিতীয় ভাগ আসবে দীপাবলি ২০২৭-এ।

জনপ্রিয় সংবাদ

‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

প্রকাশিত : ১০:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বলিউডে শুরু হতে চলেছে এক নতুন মহাযুদ্ধ; অর্থাৎ আসছে নতুন সিনেমা ‘রামায়ণ’। শুধু তাই নয়, নিতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমাটি হতে যাচ্ছে একটি মেগাপ্রজেক্টও; যা দুই পর্বে বিভক্ত। সিনেমাটিতে রয়েছেন বলিউডের রণবীর কাপুর ও দক্ষিণের যশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, রাম-রাবণের ঘটনা পর্দায় আনতে খরচ হচ্ছে ব্যাপক! শুধু প্রথম পর্বের নির্মাণেই ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি, যেখানে বিশালাকৃতির সেট, চোখ ধাঁধানো ভিএফএক্স আর পৌরাণিক চরিত্রের বিস্তৃত জগৎ রচিত হচ্ছে।

এরপর দ্বিতীয় ভাগে অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য আরও ৭০০ কোটি খরচ করা হবে—যেখানে থাকবে ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স। বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে তৈরি এই সিনেমার মোট বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি রুপি; যা হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

তবে প্রযোজক নমিত মালহোত্রা পুরো প্রজেক্টই দেখছেন একটি সামগ্রিক একটি বিনিয়োগ হিসেবে।

কেন এত বড় ঝুঁকি নিলেন প্রযোজক? ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ছবি নির্মাতা নমিত মালহোত্রার কাছে রামায়ণ কোনো সিনেমা নয়, ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য অর্থাৎ মিশন। তাই আন্তর্জাতিক দর্শকের আকৃষ্ট করতে হলে ছবির মাত্রা হোক কিংবা ভিজ্যুয়াল— কোনো ক্ষেত্রেই  আপস করেননি। এবং প্রযোজকের দৃঢ় বিশ্বাস তিনি এই ছবির থেকে আর্থিক লাভও করবেন।

এদিকে গতকাল প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুকের ভিডিও, যা দেখে দর্শকের মাঝে শুরু হয়েছে উত্তেজনা।

প্রসঙ্গত, রামায়ণ ছবিতে রণবীর কাপুরে রয়েছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন হনুমান। ‘রামায়ণ’– এর প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে এবং  ‘রামায়ণ দ্বিতীয় ভাগ আসবে দীপাবলি ২০২৭-এ।