গাইবান্ধার সাদুল্যাপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই ও ভাতিজাদের হাতে রাধানাথ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাধানাথ ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তার বড় ভাই নৃপেন চন্দ্র দাস খলসা এবং তার দুই ছেলে শঙ্খরাজ ঠাকুর ও সত্যন্দ্রনাথের সঙ্গে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল।
স্থানীয়রা জানান, ঘটনার আগের দিন নৃপেন চন্দ্র দাস খলসা বাড়ির সীমানার কাছে টয়লেট নির্মাণ করতে গেলে রাধানাথ তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। পরে, খবর পেয়ে খলসার ছেলে শঙ্খরাজ রাতেই বগুড়া থেকে বাড়িতে ফিরে আসেন।
শুক্রবার রাধানাথ বাড়ির সামনে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় বড় ভাই খলসা ও তার দুই ছেলে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে রাধানাথের ওপর হামলা চালান। তারা এলোপাতাড়ি কুপিয়ে রাধানাথকে গুরুতর আহত করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ঝলমলি রানী অভিযোগ করে বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাই ও ভাতিজারা। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, রাধানাথের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।