ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

হোটেলের কক্ষে মিলল নারীর মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেল ৫টায় আসমা নাম ব্যবহার করে ওই নারী কক্ষটি ভাড়া নেন।

আসমা বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আ. খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন আসমা। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বিকেলে ৪টা ২০ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে হোটেলের ওই কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি গায়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, তার কাছে একটি জন্মসনদ পাওয়া গেছে। তার সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সাপ্লাই কোম্পানির ঠিকানা পাওয়া গেছে। যোগাযোগ করা হলে সেখান থেকে তার পরিচয় জানা যায়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা–বরিশাল মহাসড়ক যেন মরণফাঁদ: মাদারীপুরের ঘটকচরে ইজিবাইক ও সার্বিক পরিবহন সংঘর্ষে নিহত- ৫

হোটেলের কক্ষে মিলল নারীর মরদেহ

প্রকাশিত : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেল ৫টায় আসমা নাম ব্যবহার করে ওই নারী কক্ষটি ভাড়া নেন।

আসমা বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আ. খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন আসমা। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বিকেলে ৪টা ২০ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে হোটেলের ওই কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি গায়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, তার কাছে একটি জন্মসনদ পাওয়া গেছে। তার সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সাপ্লাই কোম্পানির ঠিকানা পাওয়া গেছে। যোগাযোগ করা হলে সেখান থেকে তার পরিচয় জানা যায়।