ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে ব্যাপক আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩৬ দিনব্যাপী চলমান এই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপনে থাকবে ড্রোন শো, সংগীত, স্লোগান এবং ঐতিহাসিক মুহূর্তগুলোর পুনর্নির্মাণসহ নানা কর্মসূচি।
রোববার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে “জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫”।
১৪ জুলাই : পালিত হবে ‘জুলাই উইমেনস ডে’
সোমবার (১৪ জুলাই) টিএসসির রাজু ভাস্কর্য চত্বর এবং টিএসসিতে অনুষ্ঠিত হবে ‘জুলাই উইমেনস ডে’ এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে থাকবে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে ওইদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মূল অনুষ্ঠান চলবে। এরপর ছাত্রীরা নিজেদের আয়োজনে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানে প্রবেশের জন্য দর্শকদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। অনুষ্ঠানস্থলে যান চলাচল নিয়ন্ত্রণে ১৪ জুলাই বিকেল ৩টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত ঢাবি এলাকায় প্রবেশপথসমূহে যান চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ শিশু একাডেমি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘর চত্বরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রক্টরিয়াল টিম এবং স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
অন্যান্য নিরাপত্তা ও সেবাসমূহ রয়েছে, ১৪ জুলাই বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। ফায়ার সার্ভিস টিম টিএসসি ও আশপাশের ১০টি স্থানে অবস্থান করবে। সুপেয় পানির সরবরাহ ও পর্যাপ্ত ভ্রাম্যমাণ টয়লেট থাকবে নারী-পুরুষ উভয়ের জন্য। এম্বুলেন্সসহ জরুরি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।
১৫ জুলাই : ছাত্রলীগের বর্বরতা নিয়ে এলইডি প্রদর্শনী
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে স্থাপন করা হবে এলইডি ওয়াল। এতে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের বর্বর হামলার শিকার শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরা হবে। কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১৭ জুলাই : চলচ্চিত্র প্রদর্শনী – টিচার্স ইন জুলাই ও আবরার ফাহাদ
বুধবার (১৭ জুলাই) টিএসসি বা রাজু ভাস্কর্য চত্বরে প্রদর্শিত হবে দুটি প্রামাণ্যচিত্র – টিচার্স ইন জুলাই ও আবরার ফাহাদ। আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, “নারীদের কেন্দ্র করে এই আয়োজন গড়ে তোলা হয়েছে। রাতে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান চলবে বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, ১৪ জুলাই বিকাল থেকে মেট্রো স্টেশন বন্ধ থাকবে। ১৪ জুলাই বিকালের সেশনের ক্লাস ও ১৫ জুলাই ক্লাসস ও পরিক্ষাসমূহ বন্ধ থাকবে। পলাশী থেকে শহীদ মিনার পর্যন্ত রোড বন্ধ থাকবে, তবে পায়ে হেঁটে চলাচল করা যাবে। রাজু ভাস্কর্য হয়ে সুফিয়া কামাল ও শামসুন্নাহার হলে যাওয়া যাবে না। অনাবাসিক ছাত্রীরা ১৪ জুলাই হলে থাকার অনুমতি পাবেন। তাদের যাতায়াতের জন্য সারারাত আধা ঘণ্টা পরপর বাসের ব্যবস্থা থাকবে। শহীদ মিনার এলাকায় শুধুমাত্র ঢাবি শিক্ষার্থীরাই আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে প্রবেশ করতে পারবেন।