মধ্য-আফ্রিকার দেশ কঙ্গোর একটি গির্জায় মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় কোমান্ডা শহরে জঙ্গিদের হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলীয় কোমান্ডা শহরে স্থানীয় জঙ্গিগোষ্ঠী দ্য অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) সদস্যরা বন্দুক ও চাপাতি ব্যবহার করে হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কঙ্গোর এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের অনুসারী।
কোমান্ডা শহরের প্রশাসনিক কর্মকর্তা জ্যঁ কাটো বলেন, রোববার ভোররাতে গির্জায় রাত্রিকালীন প্রার্থনায় অংশ নিচ্ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সেই সময় বিদ্রোহীরা গির্জায় আসা লোকজনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন।
দেশটির কর্মকর্তারা বলেছেন, গির্জায় এডিএফ জঙ্গিদের হামলায় অন্তত ৩৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া হামলায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
কোমান্ডা শহরের মানবাধিকারকর্মী ক্রিস্টোফ মুনিয়ান্ডেরু বলেন, রাতে গোলাগুলির শব্দ শোনা গেলেও প্রথমে লোকজন চোর হানা দিয়েছে বলে ধারণা করেছিলেন।
তিনি বলেন, জঙ্গিরা গির্জায় আসা খ্রিস্টানদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় ভুক্তভোগীরা ক্যাথলিক ওই গির্জায় রাত কাটাচ্ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের চাপাতি অথবা গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।
গির্জায় প্রার্থনারত খ্রিস্টানদের ওপর জঙ্গিদের সশস্ত্র এই হামলার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘের মিশন।

ডেস্ক রিপোর্ট 























