রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ। মাছটি ৬০ হাজার টাকায় এক সৌদি প্রবাসী কিনে নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১আগস্ট) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের নিচু এলাকায় জেলে বাচ্চু হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য নেওয়া হয় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রেজাউলের মাছের আড়তে। এ সময় বিশাল আকারের পাঙাশ একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। সেখানে ২৫ কেজি ওজন মেপে উন্মুক্ত ডাকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মার এমন আকারের পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই বেশি দামে বিক্রির আশায় ২৫ কেজি ওজনের তাজা ওই পাঙ্গাশটি আমি কিনে নিই। বিক্রির অপেক্ষায় মাছটি নদীতে জিইয়ে রাখতে হয়নি। কেনার আধা ঘণ্টার মধ্যে অনলাইনে মেহেরপুর জেলার বাসিন্দা সৌদি প্রবাসী এক ব্যক্তির কাছে ২ হাজার ৪৩০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার ৭৫০ টাকায় ওই পাঙ্গাশটি আমি বিক্রি করেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এখন বেশিরভাগ পাঙাশ মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।