সর্বশেষ ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর দলটির ফুটবলাররা নিজেদের মতো করে ছুটি কাটিয়েছেন। এখন নতুন মৌসুমের প্রস্তুতি শুরুর অপেক্ষায় ভিনিসিয়ুস জুনিয়ররা।
এই অবসর সময়ে ‘জিকিউ স্পেন’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভিনিসিয়ুস। সেখানে তিনি বলেছেন, ‘আমি ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি, তবে আমার এখনও অনেক স্বপ্ন আছে। আমার ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই, জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতা জিততে চাই এবং পরবর্তী প্রজন্মকে তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতে চাই।’
‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, এমন একটা লেগ্যাসি রেখে যাওয়া, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে যাবে, বিশেষ করে ব্রাজিলের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমার ফাউন্ডেশনের মাধ্যমে যে সব কাজ আমি করছি।’-যোগ করেন তিনি।
রিয়ালের মতো ক্লাবে খেলা এবং ব্রাজিলের জার্সিতে মাঠে নামাটা এখনো ভিনির কাছে স্বপ্নের মতো, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ও আমার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলা এখনও স্বপ্নের মতো মনে হয়। আমি জানি আমার যাত্রা অন্যদের অনুপ্রাণিত করে, বিশেষ করে সেখানকার শিশুদের, যেখান থেকে আমি এসেছি।’
‘আমার গল্প কাউকে তার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করতে পারে, এটা আমার কাছে অনেক কিছু। সবচেয়ে বড় মঞ্চে আমার দল, আমার দেশ ও আমার পরিবারের প্রতিনিধিত্ব করা এমন কিছু, যা আমি কখনই হালকাভাবে নেব না।’-যোগ করেন তিনি।