অন্য দুই ফরম্যাটের চেয়ে টি-টোয়েন্টিতে বেশ এগিয়ে গেছে আফগানিস্তান। ইতোমধ্যেই এই ফরম্যাটে নিজেদের শক্তির জানান দিয়েছেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তাইতো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে বেশ সতর্ক পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।
আসন্ন এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানসহ ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। হেসনের মতে, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে দারুণ এক প্রস্তুতির মঞ্চ পেয়েছেন তারা। তবে এই ত্রিদেশিয় সিরিজে আফগানিস্তানকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তিনি।
হেসন বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ছিল আফগানিস্তান। তারা শীর্ষ পর্যায়ের একটি দল, বিশেষ করে যখন শারজাহতে খেলা হয়।’
নিজেদের ব্যাটিংয়ের সামর্থ্য নিয়ে হেসন বলেন, ‘আমাদের মিডল অর্ডার স্পিনের বিপক্ষে কেবল প্রান্ত বদল করতে পারে না, তারা প্রতিপক্ষকে চেপেও ধরতে পারবে, আর এটা লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। আমরা এই ম্যাচগুলোর কোনোটিকেই হালকাভাবে নিচ্ছি না। এশিয়া কাপের প্রস্তুতির জন্য সত্যি বলতে এর চেয়ে ভালো আর কিছু চাইতে পারি না।’
আগামী ২৯ অগাস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। এক দিন পর শুরু হবে এশিয়া কাপ।