ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন মিচেল স্যান্টনার। এরপর থেকে আছেন রিহ্যাব প্রক্রিয়ায়। তবে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। মাঠে ফিরতে আরো বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে তাকে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে নেই তিনি।

নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। এই সিরিজে না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। তাই এই অভিজ্ঞ ব্যাটারও থাকছেন না।

এ ছাড়াও আরো বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। চোটে পড়েছেন গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, উইল ও’রোকে, অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন।

নতুন অধিনায়ককে নিয়ে কোচ রব ওয়াল্টার বলেন, ‘অধিনায়ককে হারানো কখনোই ভালো কিছু নয়। তবে এসব ব্যাপার হয়েই থাকে। মাইকেল (ব্রেসওয়েল) এই দলতে আগেই নেতৃত্ব দিয়েছে এবং দারুণ করেছে। আমাদের তাই পুরোপুরি বিশ্বাস আছে দলকে সে কীভাবে নেতৃত্ব দেবে।’

আগামী ১, ৩ ও ৪ অক্টোবর হবে তিন ম্যাচের এই সিরিজ। সবগুলো ম্যাচই হবে মাউন্ট মঙ্গানুইয়ে।

নিউজিল্যান্ড স্কোয়াড:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, রাচিন রবিন্দ্র, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

প্রকাশিত : ১০:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন মিচেল স্যান্টনার। এরপর থেকে আছেন রিহ্যাব প্রক্রিয়ায়। তবে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। মাঠে ফিরতে আরো বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে তাকে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে নেই তিনি।

নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। এই সিরিজে না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। তাই এই অভিজ্ঞ ব্যাটারও থাকছেন না।

এ ছাড়াও আরো বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। চোটে পড়েছেন গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, উইল ও’রোকে, অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন।

নতুন অধিনায়ককে নিয়ে কোচ রব ওয়াল্টার বলেন, ‘অধিনায়ককে হারানো কখনোই ভালো কিছু নয়। তবে এসব ব্যাপার হয়েই থাকে। মাইকেল (ব্রেসওয়েল) এই দলতে আগেই নেতৃত্ব দিয়েছে এবং দারুণ করেছে। আমাদের তাই পুরোপুরি বিশ্বাস আছে দলকে সে কীভাবে নেতৃত্ব দেবে।’

আগামী ১, ৩ ও ৪ অক্টোবর হবে তিন ম্যাচের এই সিরিজ। সবগুলো ম্যাচই হবে মাউন্ট মঙ্গানুইয়ে।

নিউজিল্যান্ড স্কোয়াড:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, রাচিন রবিন্দ্র, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।