সেপ্টেম্বর-অক্টোবর এই দুই মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এমন প্রমাণ মিলেছে।
স্বাস্থ্য বিভাগ বলছে, বরিশাল বিভাগে, বিশেষ করে বরিশাল ও বরগুনা জেলায় এবার শুরু থেকেই ডেঙ্গুর উচ্চ সংক্রমণের হার বিরাজ করছে। আগস্টে কিছুটা নিয়ন্ত্রণ হলেও সেপ্টেম্বরে আবার বেড়েছে। এতে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ।

জুলাই-আগস্টে ধারাবাহিকভাবে ভারী বৃষ্টি হয়েছে। তাই ডেঙ্গুর প্রকোপ কম ছিল। সেপ্টেম্বরে বৃষ্টি কমলেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় সংক্রমণ মারাত্মক রূপ নিতে পারে। তবে স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য যাচাই করে দেখা গেছে, এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল। এ সময় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বেশি ছিল। তবে জুলাই-আগস্টে কমলেও ফের সেপ্টেম্বরে বাড়তে শুরু করেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছর (১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) বিভাগের ছয় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৪৭৫ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১২ হাজার ৭৩ জন। ৩৭৪ জন রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। মারা যাওয়া ২৮ জনের মধ্যে বরগুনার হাসপাতালে মারা গেছেন ১১ জন। বাকি ১৭ জনের ১৬ জন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন পটুয়াখালী হাসপাতালে মারা গেছেন।

ডেস্ক রিপোর্ট 























