ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

আহমেদ রফিক আজীবন মুক্তচিন্তার পক্ষে কাজ করেছেন : উদীচী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

ভাষা সংগ্রামী, লেখক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি বলছে, আহমেদ রফিক আজীবন মুক্তচিন্তার পক্ষে কাজ করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে সংগঠনটির প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগের সম্পাদক মঞ্জুর মোর্শেদ মিল্টনের পাঠানো বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, বৃহস্পতিবার রাত ১০টা ১২মিনিটে আহমেদ রফিক শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি আজীবন অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার পক্ষে কাজ করেছেন। ভাষা আন্দোলনে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল ঐতিহাসিক। মানুষের স্বাধীনতা ও মুক্তির পক্ষে তিনি ছিলেন সাহসী যোদ্ধা।


তারা আরও বলেন, কবিতা, প্রবন্ধ, গবেষণাসহ শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে আহমেদ রফিক বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রচর্চায় তাঁর গবেষণার অবদান দুই বাংলায় সমানভাবে শ্রদ্ধা অর্জন করেছে।

উদীচীর নেতারা আহমেদ রফিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তারা শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মুখস্থের গণ্ডি পেরিয়ে: আলোকিত মানুষ গড়ার শিক্ষায় ফিরতে হবে

আহমেদ রফিক আজীবন মুক্তচিন্তার পক্ষে কাজ করেছেন : উদীচী

প্রকাশিত : ০৫:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ভাষা সংগ্রামী, লেখক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি বলছে, আহমেদ রফিক আজীবন মুক্তচিন্তার পক্ষে কাজ করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে সংগঠনটির প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগের সম্পাদক মঞ্জুর মোর্শেদ মিল্টনের পাঠানো বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, বৃহস্পতিবার রাত ১০টা ১২মিনিটে আহমেদ রফিক শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি আজীবন অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার পক্ষে কাজ করেছেন। ভাষা আন্দোলনে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল ঐতিহাসিক। মানুষের স্বাধীনতা ও মুক্তির পক্ষে তিনি ছিলেন সাহসী যোদ্ধা।


তারা আরও বলেন, কবিতা, প্রবন্ধ, গবেষণাসহ শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে আহমেদ রফিক বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রচর্চায় তাঁর গবেষণার অবদান দুই বাংলায় সমানভাবে শ্রদ্ধা অর্জন করেছে।

উদীচীর নেতারা আহমেদ রফিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তারা শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।