ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বার্ষিক প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ ডিএসসিসির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোশনের(ডিএসসিসি) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন তৈরি করতে সব বিভাগে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন।

সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটি বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন তৈরির জন্য গত এক বছরের কার্যক্রম সচিত্র আকারে প্রস্তুত করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির সিস্টেম এনালিস্টকে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং জনসংযোগ কর্মকর্তা।

বার্ষিক প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ ডিএসসিসির

প্রকাশিত : ১২:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোশনের(ডিএসসিসি) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন তৈরি করতে সব বিভাগে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন।

সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটি বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন তৈরির জন্য গত এক বছরের কার্যক্রম সচিত্র আকারে প্রস্তুত করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির সিস্টেম এনালিস্টকে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং জনসংযোগ কর্মকর্তা।