দেশের অভ্যন্তরে অতিক্ষুদ্র, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (সিএমএসএমই) স্বল্পমেয়াদি ঋণ বিতরণে উৎসাহ দিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সিএমএসএমই খাতে দেওয়া অনশ্রেণিভুক্ত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এতোদিন এসব ঋণের বিপরীতে ৫ শতাংশ প্রভিশন রাখতে হতো।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে বিআরপিডি সার্কুলার লেটার নং-২২ জারি করে এ নির্দেশনা দেওয়া হয়। নতুন এ হার ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ব্যাংকের ঋণ প্রবাহ বাড়ানো এবং তারল্য নিশ্চিত করা। বিশেষ করে করোনার পর ও অর্থনীতিতে স্বাভাবিক প্রবাহ ফিরে আনার প্রেক্ষাপটে সিএমএসএমই খাতের ঋণ সহজলভ্য করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, অন্য সব প্রযোজ্য নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















