ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নটর ডেমে পাসের হার ৯৯.৬০ শতাংশ,২৪৫৪ জন জিপিএ–৫ পেয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এবার কলেজটি থেকে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৫১ জন। এর মধ্যে ৩ হাজার ২২৬ জন পাস করেছেন এবং ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী অর্জন করেছেন সর্বোচ্চ জিপিএ–৫। এবারের পরীক্ষায় কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ দেখা যায়।

প্রতিবারের মতো ফলাফলে নটর ডেম কলেজ এবারও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও তৃপ্তির প্রকাশ ঘটেছে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, অন্যান্য বছরের মতো এবারও কলেজের ফলাফল খুব ভালো হয়েছে। যদিও সামগ্রিকভাবে দেশে পাসের হার কিছুটা কম, তবে এর প্রভাব নটর ডেম কলেজে খুব একটা পড়েনি। মাত্র কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, আর ৮ জন পরীক্ষার্থী অসুস্থতা ও বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা সামগ্রিক ফলাফলে সন্তুষ্ট।

নটর ডেমে পাসের হার ৯৯.৬০ শতাংশ,২৪৫৪ জন জিপিএ–৫ পেয়েছে

প্রকাশিত : ০১:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এবার কলেজটি থেকে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৫১ জন। এর মধ্যে ৩ হাজার ২২৬ জন পাস করেছেন এবং ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী অর্জন করেছেন সর্বোচ্চ জিপিএ–৫। এবারের পরীক্ষায় কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ দেখা যায়।

প্রতিবারের মতো ফলাফলে নটর ডেম কলেজ এবারও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও তৃপ্তির প্রকাশ ঘটেছে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, অন্যান্য বছরের মতো এবারও কলেজের ফলাফল খুব ভালো হয়েছে। যদিও সামগ্রিকভাবে দেশে পাসের হার কিছুটা কম, তবে এর প্রভাব নটর ডেম কলেজে খুব একটা পড়েনি। মাত্র কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, আর ৮ জন পরীক্ষার্থী অসুস্থতা ও বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা সামগ্রিক ফলাফলে সন্তুষ্ট।