সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে এক পুরুষ দর্শনার্থীকে ‘জীবাণুমুক্তকরণের’ আড়ালে যৌন নিপীড়নের দায়ে ভারতীয় প্রবাসী এক নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। একই সঙ্গে ওই নার্সকে দু’বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে বলে সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, র্যাফেলস হাসপাতালে এক পুরুষ দর্শনার্থীকে ‘জীবাণুমুক্তকরণের নামে তার গোপনাঙ্গে অশালীনভাবে স্পর্শ করেছেন বলে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ভারতীয় প্রবাসী নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন আদালত।
৩৪ বছর বয়সী ভারতীয় নাগরিক এলিপে সিভা নাগু গত জুন মাসে হাসপাতালে ওই পুরুষ দর্শনার্থীর গোপনাঙ্গ অশালীনভাবে স্পর্শ করেন। পরে সেই সময়ই অভিযোগ ওঠার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। যৌন নিপীড়নের অভিযোগ স্বীকার করে ছেন নার্স এলিপে। শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন সিঙ্গাপুরের আদালত।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ইউজিন ফুয়া বলেন, গত ১৮ জুন র্যাফেলস হাসপাতালে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী সেদিন নর্থ ব্রিজ রোডে অবস্থিত হাসপাতালে ভর্তি থাকা তার দাদাকে দেখতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রোগীর টয়লেটে ঢোকার পর এলিপে ভেতরে উঁকি দেন।
পরে নার্স এলিপে ওই দর্শনার্থীকে বলেন, তিনি ভুক্তভোগীকে ‘‘জীবাণুমুক্ত’’ করতে চান। তিনি হাতে সাবান নিয়ে ভুক্তভোগীর গোপনাঙ্গ স্পর্শ এবং তাকে যৌন নিপীড়ন করেন। আকস্মিক এই ঘটনায় ভুক্তভোগী কোনও প্রতিক্রিয়া দেখাতে পারেননি। পরে তিনি কাঁপতে কাঁপতে হাসপাতালে দাদার শয্যার পাশে ফিরে যান।
এরপর গত ২১ জুন তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন। এর দুই দিন পর এলিপেকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, ঘটনার পর থেকে ভুক্তভোগী নিয়মিত ওই নির্যাতনের দৃশ্য মনে করে আতঙ্কে ভোগেন। ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার বয়স ও পরিচয় গোপন রাখা হয়েছে। আদালত রায়ে বলেছেন, একজন স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে এ ধরনের আচরণ গুরুতর বিশ্বাসভঙ্গের শামিল।

ডেস্ক রিপোর্ট 























