ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ইআরএফ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

বাংলাদেশের অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ইআরএফ ইনস্টিটিউট’ এর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) ‘ডাটা জার্নালিজম’ নিয়ে আয়োজিত এক ট্রেনিংয়ের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

ট্রেনিং সেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইআরএফ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম দিলাল, শারমিন রিনভী এবং সিনিয়র মেম্বার মুনিমা সুলতানা।

এসময় ইআরএফ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান বলেন, আমরা একটি স্বপ্ন দেখেছিলাম, দেশের অর্থনীতির প্রকৃত চিত্র সংবাদপত্রে উঠে আসবে। এজন্য সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে আমরা ইআরএফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেছিল। আজকে ইআরএফ একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম শুরু করেছে। এটি আমাদেরকে লক্ষ্য বাস্তবায়ণে আরেক ধাপ এগিয়ে নিয়েছে। এই ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আমাদের অর্থনৈতিক সাংবাদিকতা আরো অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

উদ্বোধনী বক্তব্যে ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা বলেন, আজকে আমাদের প্রথম কোর্স অনুষ্ঠিত হচ্ছে। এই কোর্সের মাধ্যমে আমরা ‘ডাটা জার্নালিজম’ সম্পর্কে জ্ঞান অর্জন করবো। ধারাবাহিকভাবে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিংয়ের আয়োজন করবো। আমাদের সহকর্মীদের অর্থনৈতিক সাংবাদিকতার সমস্যাগুলো চিন্থিত করে, প্রশিক্ষণের মাধ্যমে তা সমাধানের পথ তৈরি করতে সহয়তা করবে ইআরএফ ইনস্টিটিউট।

ট্রেনিয়ে দুটি সেশন পরিচালনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এর একটি সেশন পরিচালনা করেন ডাটা জার্নালিস্ট এবং শিক্ষাবিদ মোহাম্মদ ইমরান। অন্যটি পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের অন্তত ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহন করেন। ইআরএফ সদস্যদের পাশাপাশি অর্থনীতি নিয়ে কাজ করা সদস্য বর্হিভূত সাংবাদিকদেরও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ রাখা হয়।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ইআরএফ কার্যালয়ে ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ এই ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জনপ্রিয় সংবাদ

মতিঝিল-শাহবাগ রুটে চলছে মেট্রোরেল

ইআরএফ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

প্রকাশিত : ০৪:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশের অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ইআরএফ ইনস্টিটিউট’ এর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) ‘ডাটা জার্নালিজম’ নিয়ে আয়োজিত এক ট্রেনিংয়ের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

ট্রেনিং সেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইআরএফ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম দিলাল, শারমিন রিনভী এবং সিনিয়র মেম্বার মুনিমা সুলতানা।

এসময় ইআরএফ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান বলেন, আমরা একটি স্বপ্ন দেখেছিলাম, দেশের অর্থনীতির প্রকৃত চিত্র সংবাদপত্রে উঠে আসবে। এজন্য সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে আমরা ইআরএফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেছিল। আজকে ইআরএফ একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম শুরু করেছে। এটি আমাদেরকে লক্ষ্য বাস্তবায়ণে আরেক ধাপ এগিয়ে নিয়েছে। এই ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আমাদের অর্থনৈতিক সাংবাদিকতা আরো অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

উদ্বোধনী বক্তব্যে ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা বলেন, আজকে আমাদের প্রথম কোর্স অনুষ্ঠিত হচ্ছে। এই কোর্সের মাধ্যমে আমরা ‘ডাটা জার্নালিজম’ সম্পর্কে জ্ঞান অর্জন করবো। ধারাবাহিকভাবে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিংয়ের আয়োজন করবো। আমাদের সহকর্মীদের অর্থনৈতিক সাংবাদিকতার সমস্যাগুলো চিন্থিত করে, প্রশিক্ষণের মাধ্যমে তা সমাধানের পথ তৈরি করতে সহয়তা করবে ইআরএফ ইনস্টিটিউট।

ট্রেনিয়ে দুটি সেশন পরিচালনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এর একটি সেশন পরিচালনা করেন ডাটা জার্নালিস্ট এবং শিক্ষাবিদ মোহাম্মদ ইমরান। অন্যটি পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের অন্তত ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহন করেন। ইআরএফ সদস্যদের পাশাপাশি অর্থনীতি নিয়ে কাজ করা সদস্য বর্হিভূত সাংবাদিকদেরও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ রাখা হয়।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ইআরএফ কার্যালয়ে ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ এই ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।