ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ব্রাজিলের রাস্তায় প্রাণঘাতী পুলিশি অভিযানের পর মিলল ৬০ মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্যের পেনহা ফাভেলা শহরে পুলিশের প্রাণঘাতী এক অভিযানের পর ৬০ জনেরও বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক পরিসরের অভিযানের একদিন পর সেখানকার একটি সড়কে এসব মরদেহ স্তূপ করে রাখা অবস্থায় পাওয়া গেছে।

বুধবার স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পেনহা ফাভেলা শহরের ইতিহাসে সংঘবদ্ধ বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে মঙ্গলবার সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাজ্য কর্তৃপক্ষ বলেছিল, শহরের একটি সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের চার কর্মকর্তাও রয়েছেন।

ব্রাজিলের গণমাধ্যম ও সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বুধবার সকালে রাস্তায় পাওয়া এসব মৃতদেহ আগের দিনের সরকারি হিসাবের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নিরাপত্তা কর্মকর্তাদের নতুন করে মৃত্যুর সংখ্যা হালনাগাদ করার কথা ছিল।

গত এক দশকে রিও ২০১৬ সালের অলিম্পিক, ২০২৪ সালের জি২০ সম্মেলন এবং জুলাইয়ে ব্রিকস সম্মেলনের মতো বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে সেসবের কোনও আয়োজন ঘিরে মঙ্গলবারের মতো সহিংসতা দেখা যায়নি।

রাজ্য সরকার বলেছে, কমান্ডো ভারমেলিও নামের একটি মাদকচক্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়েছে। এই চক্রটি শহরের দরিদ্র ও ঘনবসতিপূর্ণ পাহাড়ি এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা মঙ্গলবার মালয়েশিয়া সফর শেষে ব্রাসিলিয়ায় ফিরে এলেও এখন পর্যন্ত অভিযানের বিষয়ে কোনও মন্তব্য করেননি। আর দেশটির বিচারমন্ত্রী বলেছেন, রাজ্য কর্তৃপক্ষ ফেডারেল সরকারের কাছ থেকে কোনও সহায়তার অনুরোধ জানায়নি।

বিভিন্ন নাগরিক সংগঠন সামরিক ধাঁচের এই অভিযানে বিপুল প্রাণহানির তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, এটি ব্রাজিলের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পুলিশের প্রাণঘাতী অভিযানের চলমান প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আমরা কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তাদের বাধ্যবাধকতা রয়েছে। আমরা এই ঘটনায় দ্রুত ও কার্যকর তদন্তের আহ্বান জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

রায়েরবাজারে দাফন করা বেওয়ারিশ লাশ শনাক্তে বিদেশি এক্সপার্ট কাজ করবে

ব্রাজিলের রাস্তায় প্রাণঘাতী পুলিশি অভিযানের পর মিলল ৬০ মরদেহ

প্রকাশিত : ০৭:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্যের পেনহা ফাভেলা শহরে পুলিশের প্রাণঘাতী এক অভিযানের পর ৬০ জনেরও বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক পরিসরের অভিযানের একদিন পর সেখানকার একটি সড়কে এসব মরদেহ স্তূপ করে রাখা অবস্থায় পাওয়া গেছে।

বুধবার স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পেনহা ফাভেলা শহরের ইতিহাসে সংঘবদ্ধ বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে মঙ্গলবার সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাজ্য কর্তৃপক্ষ বলেছিল, শহরের একটি সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের চার কর্মকর্তাও রয়েছেন।

ব্রাজিলের গণমাধ্যম ও সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বুধবার সকালে রাস্তায় পাওয়া এসব মৃতদেহ আগের দিনের সরকারি হিসাবের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নিরাপত্তা কর্মকর্তাদের নতুন করে মৃত্যুর সংখ্যা হালনাগাদ করার কথা ছিল।

গত এক দশকে রিও ২০১৬ সালের অলিম্পিক, ২০২৪ সালের জি২০ সম্মেলন এবং জুলাইয়ে ব্রিকস সম্মেলনের মতো বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে সেসবের কোনও আয়োজন ঘিরে মঙ্গলবারের মতো সহিংসতা দেখা যায়নি।

রাজ্য সরকার বলেছে, কমান্ডো ভারমেলিও নামের একটি মাদকচক্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়েছে। এই চক্রটি শহরের দরিদ্র ও ঘনবসতিপূর্ণ পাহাড়ি এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা মঙ্গলবার মালয়েশিয়া সফর শেষে ব্রাসিলিয়ায় ফিরে এলেও এখন পর্যন্ত অভিযানের বিষয়ে কোনও মন্তব্য করেননি। আর দেশটির বিচারমন্ত্রী বলেছেন, রাজ্য কর্তৃপক্ষ ফেডারেল সরকারের কাছ থেকে কোনও সহায়তার অনুরোধ জানায়নি।

বিভিন্ন নাগরিক সংগঠন সামরিক ধাঁচের এই অভিযানে বিপুল প্রাণহানির তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, এটি ব্রাজিলের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পুলিশের প্রাণঘাতী অভিযানের চলমান প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আমরা কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তাদের বাধ্যবাধকতা রয়েছে। আমরা এই ঘটনায় দ্রুত ও কার্যকর তদন্তের আহ্বান জানাচ্ছি।