ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ডেঙ্গু সম্পর্কিত তথ্য জানাতে ডিএসসিসির হটলাইনে কলের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে হটলাইন ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গণবিজ্ঞপ্তি, টেলিভিশনে টিভিসি প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং মসজিদ-মন্দিরে বিশেষ বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়া, এলাকাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান নতুন উদ্যমে শুরু হবে।

তিনি জানান, এডাল্টিসাইডিং ও লার্ভিসাইডিংয়ে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিত করতে স্থানীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করে ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হবে। এসব টিম স্থানীয়ভাবে ওষুধ প্রয়োগের সময়সূচি প্রণয়ন ও তদারকি করবে।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করবে। এছাড়া, আক্রান্তের হার বিবেচনায় এলাকাভিত্তিক হটস্পট নির্ধারণ করে সেখানে চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

ডেঙ্গু সন্দেহ হলে নাগরিকরা ডিএসসিসির তিনটি হাসপাতালে- ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরাবাজার মাতৃসদনে- বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মহলের বিবেচনায় গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমান: হুমায়ূন কবির

ডেঙ্গু সম্পর্কিত তথ্য জানাতে ডিএসসিসির হটলাইনে কলের আহ্বান

প্রকাশিত : ১২:১৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে হটলাইন ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গণবিজ্ঞপ্তি, টেলিভিশনে টিভিসি প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং মসজিদ-মন্দিরে বিশেষ বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়া, এলাকাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান নতুন উদ্যমে শুরু হবে।

তিনি জানান, এডাল্টিসাইডিং ও লার্ভিসাইডিংয়ে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিত করতে স্থানীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করে ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হবে। এসব টিম স্থানীয়ভাবে ওষুধ প্রয়োগের সময়সূচি প্রণয়ন ও তদারকি করবে।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করবে। এছাড়া, আক্রান্তের হার বিবেচনায় এলাকাভিত্তিক হটস্পট নির্ধারণ করে সেখানে চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

ডেঙ্গু সন্দেহ হলে নাগরিকরা ডিএসসিসির তিনটি হাসপাতালে- ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরাবাজার মাতৃসদনে- বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন।