চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ‘বুইস্যা’র এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।এর আগে ৯ ও ১০ অক্টোবর ১৩টি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী বুইস্যার তিন সহযোগিকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুইস্যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বাহিনী চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এই চক্রের অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিনকে (২৭) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

পরে তার দেওয়া তথ্যে পুলিশ বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন নির্মাণাধীন ওয়াহিদ আকবর বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করে একটি দেশীয় বন্দুক ও পাঁচটি কার্তুজসহ মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় চান্দগাঁও থানায় দুটি মামলা দায়ের হয়েছে- একটি অস্ত্র আইন ধারা এবং অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারায়।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘বুইস্যা চক্রের ওপর দীর্ঘদিন ধরেই নজরদারি চলছে। তারই ধারাবাহিকতায় ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

ডেস্ক রিপোর্ট 























