নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বেলা ১১টা ৪৫ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ৪৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে তিনটি স্টেশনের ৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 























