খুলনায় আমার দেশ পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে হামলার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি।
কামরুল হোসেন মনি বলেন, একটি বিষয় নিয়ে বিকেলে শিববাড়ী মোড়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে ৮-১০ জন দুর্বৃত্ত আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের ওপর হামলা চালায়। এ সময় আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারপিট করে।

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি শিববাড়ী মোড়ে দেখা করার কথা বলেন। বিকেলে আমরা শিববাড়ী মোড়ে গেলে এসে জিজ্ঞেস করে আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওন কে? আমি পরিচয় দেওয়ার পর কিছুটা সামনে এসে আমাকে ৮/১০ জন ঘিরে ফেলে। এরপর মারপিট শুরু করে। আমি নিজেকে রক্ষার জন্য হোটেল টাইগার গার্ডেনের ভেতরে চলে যাই। এ সময় সহকর্মী কামরুল ইসলাম মনিকেও বেদম মারপিট করে। তারা পূর্ব থেকে একটি মাইক্রোবাসে করে এখানে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা বলেন, এ ধরনের হামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তা দায়ী। সাংবাদিকদের ওপর বার বার এই হামলার ঘটনা ঘটছে। পূর্বের হামলার বিচার করা হলে এমন ঘটনা ঘটতো না।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা নেই বললেই চলে। পুলিশ প্রশাসন দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। খুলনা প্রেসক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, বিএফইউজে খুলনা ইউনিট ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















