সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মামা–ভাগনি সম্পর্কের দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) ভোর রাত চারটার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের মোঃ জলিল মিয়ার ছেলে কাজল মিয়া ওরফে হানিফ (২২) এবং একই জেলার আখাউড়া উপজেলার মোঃ আবুল কাশেমের মেয়ে মোছাঃ সাদিয়া আক্তার (২০)। পুলিশ জানায়, তাঁদের মধ্যে মামা–ভাগনি সম্পর্ক রয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, কাজল ও সাদিয়া বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ধর্মপাশা ও আশপাশের এলাকায় বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত চারটার দিকে দৌলতপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাজল মিয়ার কাঁধে থাকা নেভি ব্লু রঙের স্কুলব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধেই পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























