ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। ২ই ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা কার্যালয়সহ জেলার বিভিন্ন উপজেলা পরিবার কল্যাণ কার্যালয়ে কর্মবিরতি পালন করে অবস্থান নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
আন্দোলনকারীরা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে পরিবার কল্যাণ সহকারী রেহেনা পারভীন, কেয়া রানী প্রামাণিক, পরিদর্শক জিয়াউর রহমান ও পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি ও টিকাদান কর্মসূচিসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসলেও পরিবারকল্যাণ কর্মীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত। চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত থাকলেও তাঁদের কোনো গ্রেড বা পদোন্নতির অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তারা।
তাই দ্রুত নিয়োগবিধি-২০২৪ কার্যকর করে পদোন্নতি ও গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।
জনপ্রিয় সংবাদ

চবিতে শিক্ষার্থী সেজে ঘুরে বেড়ানো ‘সীমান্ত ভৌমিক’ আটক

ঝিনাইদহে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি

প্রকাশিত : ০৭:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। ২ই ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা কার্যালয়সহ জেলার বিভিন্ন উপজেলা পরিবার কল্যাণ কার্যালয়ে কর্মবিরতি পালন করে অবস্থান নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
আন্দোলনকারীরা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে পরিবার কল্যাণ সহকারী রেহেনা পারভীন, কেয়া রানী প্রামাণিক, পরিদর্শক জিয়াউর রহমান ও পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি ও টিকাদান কর্মসূচিসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসলেও পরিবারকল্যাণ কর্মীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত। চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত থাকলেও তাঁদের কোনো গ্রেড বা পদোন্নতির অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তারা।
তাই দ্রুত নিয়োগবিধি-২০২৪ কার্যকর করে পদোন্নতি ও গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।