জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- এই সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছেন রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং পদও দিয়েছেন এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি ইমরান ইমনের সারজিস আলমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বিষয়ে বারবার জানানোর পরও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি। তার মানে, এতে সারজিস আলম নিজেও জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।

জানা গেছে, গেল ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্র। এরপর থেকেই তাকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে দলের একটি অংশ আন্দোলনে নামে। এ নিয়ে একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন। এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করায় তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
বিষয়টি নিয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই সময়ে সারজিস আলমের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 























