বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণ–সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ৫৮ জনকে শুনানিতে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ শুনানি। বিষয়–সংশ্লিষ্ট কাগজপত্রসহ ৫৮ জন অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান ও অফিস সহকারীর এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ এবং ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যেই এই শুনানির আয়োজন করা হয়েছে। তাদের নিয়োগ–সংক্রান্ত তথ্যসহ যাবতীয় প্রমাণাদি যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















