ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে। আজ সোমবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫ সমাবর্তন কমিটির এক সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের তারিখ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে। সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন, রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত বিভিন্ন দাবি বিবেচনায় নিয়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের নতুন তারিখ ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে।

এ বিষয়ে সমাবর্তন কমিটির আহ্বায়ক ড. মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে এবং সামনে জাতীয় নির্বাচন থাকায় আপাতত সমাবর্তন স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি কতটুকু কমানো যেতে পারে, সে বিষয়েও আলোচনা করা হবে। জাতীয় নির্বাচনের পর সমাবর্তন অনুষ্ঠিত হবে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্থগিত

প্রকাশিত : ১০:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে। আজ সোমবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫ সমাবর্তন কমিটির এক সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের তারিখ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে। সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন, রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত বিভিন্ন দাবি বিবেচনায় নিয়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের নতুন তারিখ ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে।

এ বিষয়ে সমাবর্তন কমিটির আহ্বায়ক ড. মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে এবং সামনে জাতীয় নির্বাচন থাকায় আপাতত সমাবর্তন স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি কতটুকু কমানো যেতে পারে, সে বিষয়েও আলোচনা করা হবে। জাতীয় নির্বাচনের পর সমাবর্তন অনুষ্ঠিত হবে।