ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থীআবুল হোসেন খান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে
বাকেরগঞ্জ প্রতিনিধি: সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটায়  রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা  রোমানা আফরোজের  হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
বরিশাল ছয় বাকেরগঞ্জ সংসদীয় আসনে গতকাল রবিবার পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ০৭প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী,আজ সোমবার  ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ত্রয়োদশ নির্বাচনে  বাকেরগঞ্জ  আসনের সহকারি  রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রোমানা আফরোজ।
রিটানিং কর্মকর্তা রোমানা আফরোজের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে আবুল হোসেন খান  বলেন, ‘তারেক রহমান যে দিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন উনি দেশে নেমেছেন, ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।’
 নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিকদার খলিলুর রহমান,জাহাঙ্গীর আলম দুলাল ভিপি,অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, রুহুল আমিন জোমাদ্দারকাজী শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, যুগ্ন আহ্বায়ক  আলহাজ্ব টিপু সুলতান,  বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটন মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি নেয়ামুল হক নাহিদ,সদস্য সচিব রাকিব তালুকদার।সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি প্রমুখ। আরো উপস্থিত ছিলেন   উপজেলার বিভিন্ন ইউনিয়নের  অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

ঢাকায় রাতে শীত আরো বাড়বে

বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থীআবুল হোসেন খান

প্রকাশিত : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
বাকেরগঞ্জ প্রতিনিধি: সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটায়  রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা  রোমানা আফরোজের  হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
বরিশাল ছয় বাকেরগঞ্জ সংসদীয় আসনে গতকাল রবিবার পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ০৭প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী,আজ সোমবার  ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ত্রয়োদশ নির্বাচনে  বাকেরগঞ্জ  আসনের সহকারি  রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রোমানা আফরোজ।
রিটানিং কর্মকর্তা রোমানা আফরোজের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে আবুল হোসেন খান  বলেন, ‘তারেক রহমান যে দিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন উনি দেশে নেমেছেন, ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।’
 নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিকদার খলিলুর রহমান,জাহাঙ্গীর আলম দুলাল ভিপি,অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, রুহুল আমিন জোমাদ্দারকাজী শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, যুগ্ন আহ্বায়ক  আলহাজ্ব টিপু সুলতান,  বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটন মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি নেয়ামুল হক নাহিদ,সদস্য সচিব রাকিব তালুকদার।সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি প্রমুখ। আরো উপস্থিত ছিলেন   উপজেলার বিভিন্ন ইউনিয়নের  অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।