ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ছাত্র-যুবকদের মুখোমুখি হবেন জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

জনতার নেতা হয়ে হ্যালো আওয়ার লিডার অনুষ্ঠানে জেন জি প্রজন্মের সামনে হাজির হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি ছাত্র ও যুব নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করছে “Hello Our Leader” শীর্ষক বিশেষ একটি ইভেন্ট। যেখানে দেশের জেন জি তথা ছাত্র ও যুব নাগরিকদের সঙ্গে আমিরে জামায়াত সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিত হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা আশা করছি এই উদ্যোগে ছাত্র, তরুণ ও যুবকরা অংশগ্রহণ করবেন এবং নিঃসঙ্কোচে প্রশ্ন করবেন।

ঢাকায় রাতে শীত আরো বাড়বে

ছাত্র-যুবকদের মুখোমুখি হবেন জামায়াত আমির

প্রকাশিত : ১২:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

জনতার নেতা হয়ে হ্যালো আওয়ার লিডার অনুষ্ঠানে জেন জি প্রজন্মের সামনে হাজির হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি ছাত্র ও যুব নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করছে “Hello Our Leader” শীর্ষক বিশেষ একটি ইভেন্ট। যেখানে দেশের জেন জি তথা ছাত্র ও যুব নাগরিকদের সঙ্গে আমিরে জামায়াত সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিত হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা আশা করছি এই উদ্যোগে ছাত্র, তরুণ ও যুবকরা অংশগ্রহণ করবেন এবং নিঃসঙ্কোচে প্রশ্ন করবেন।