ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

দুমকিতে হানিফ খানের বিএনপিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:  দীর্ঘদিন রাজনৈতিক অনিশ্চয়তায় থাকার পর ফের বিএনপিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন সাবেক উপজেলা  বিএনপির সহসভাপতি মাষ্টার আবু হানিফ খান।  সোমবার ( ২৯ ডিসেম্বর)  বিকেলে স্থানীয় স্টার চাইনিজ রেস্টুরেন্টে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে আবু হানিফ খান জানান, ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী তাঁর ছেলেকে চাকরির প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে  বিএনপির রাজনীতি থেকে সরে গিয়ে আওয়ামী লীগে যোগদান করান। সকালে যোদান করলেও বিকেলে তাঁ যোগদান স্থগিত করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ । তখন তিনি মানসিকভাবে ভেঙে পরেন।সেই সময় থেকে দলহীন অবস্থায় রয়েছেন এই প্রবীন রাজনীতিবিদ।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি বিএনপি। ১৯৮০ সাল থেকে জাগোদল থেকে শুরু করে বিএনপির সাথে জড়িত থাকার কথা জানান তিনি। ১৯৮৩- ১৯৮৫ সালে দুমকী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ১৯৯১- ৯৬ উপজেলা বিএনপির প্রতিস্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৯৬- ২০২২ পর্যন্ত উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ২০০১ – ২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোটের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন তিনি দলটির বিভিন্ন দায়িত্বে থেকেও ছেলেকে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে ভয়ভীতি ও চাপের মুখে পড়ে বিএনপির রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করলেও চাকরি হয়নি তার ছেলের।
আবু হানিফ খান আরও বলেন,  বর্তমানে রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় তিনি আবার বিএনপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করে দলীয় নেতাদের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
এ বিষয়ে বিএনপি বা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতৃবৃন্দ তাঁর রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রত্যাশা করছেন।

ঢাকায় রাতে শীত আরো বাড়বে

দুমকিতে হানিফ খানের বিএনপিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১১:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:  দীর্ঘদিন রাজনৈতিক অনিশ্চয়তায় থাকার পর ফের বিএনপিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন সাবেক উপজেলা  বিএনপির সহসভাপতি মাষ্টার আবু হানিফ খান।  সোমবার ( ২৯ ডিসেম্বর)  বিকেলে স্থানীয় স্টার চাইনিজ রেস্টুরেন্টে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে আবু হানিফ খান জানান, ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী তাঁর ছেলেকে চাকরির প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে  বিএনপির রাজনীতি থেকে সরে গিয়ে আওয়ামী লীগে যোগদান করান। সকালে যোদান করলেও বিকেলে তাঁ যোগদান স্থগিত করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ । তখন তিনি মানসিকভাবে ভেঙে পরেন।সেই সময় থেকে দলহীন অবস্থায় রয়েছেন এই প্রবীন রাজনীতিবিদ।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি বিএনপি। ১৯৮০ সাল থেকে জাগোদল থেকে শুরু করে বিএনপির সাথে জড়িত থাকার কথা জানান তিনি। ১৯৮৩- ১৯৮৫ সালে দুমকী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ১৯৯১- ৯৬ উপজেলা বিএনপির প্রতিস্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৯৬- ২০২২ পর্যন্ত উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ২০০১ – ২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোটের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন তিনি দলটির বিভিন্ন দায়িত্বে থেকেও ছেলেকে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে ভয়ভীতি ও চাপের মুখে পড়ে বিএনপির রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করলেও চাকরি হয়নি তার ছেলের।
আবু হানিফ খান আরও বলেন,  বর্তমানে রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় তিনি আবার বিএনপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করে দলীয় নেতাদের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
এ বিষয়ে বিএনপি বা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতৃবৃন্দ তাঁর রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রত্যাশা করছেন।